Last Updated: August 23, 2012 22:15

পর্যটক পিছু কর ধার্য্য করার সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পয়লা সেপ্টেম্বর থেকে পর্যটক পিছু প্রতিদিন দশটাকা করে কর ধার্য্য করা হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। তবে কর চালু করার প্রভাব পাহাড়ের পর্যটন শিল্পের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে মোর্চা নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে পুরসভার আধিকারিকদের।
এর আগেও শহরে প্রবেশের সময় প্রতি গাড়ি থেকে মাথাপিছু তিন টাকা করে এককালীন প্রবেশ কর চালু করে দার্জিলিং পুরসভা। সেক্ষেত্রে পর্যটকদের আলাদা করে চিহ্নিত করার সমস্যা হওয়ায় কর নেওয়া বন্ধ হয়ে যায়। সেই সমস্যা দূর করতে এবার হোটেলের বিলের সঙ্গেই পর্যটকদের প্রয়োজনীয় কর নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর চালু করার ফলে তার প্রভাব পাহাড়ের পর্যটন শিল্পের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে মোর্চা নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে পুরসভার আধিকারিকদের। তবে নিজেদের রাজস্ব বাড়াতে এই সিদ্ধান্তকে আপাতত জরুরী বলেই মনে করছেন তাঁরা।
First Published: Thursday, August 23, 2012, 22:15