tourist spot - Latest News on tourist spot| Breaking News in Bengali on 24ghanta.com
বেড়ানোর মাসুল গুনবেন দার্জিলিং`এর পর্যটকরা

বেড়ানোর মাসুল গুনবেন দার্জিলিং`এর পর্যটকরা

Last Updated: Thursday, August 23, 2012, 22:15

পর্যটক পিছু কর ধার্য্য করার সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পয়লা সেপ্টেম্বর থেকে পর্যটক পিছু প্রতিদিন দশটাকা করে কর ধার্য্য করা হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। তবে কর চালু করার প্রভাব পাহাড়ের পর্যটন শিল্পের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে মোর্চা নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে পুরসভার আধিকারিকদের।