Last Updated: December 21, 2011 10:21

ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন চলাচল। ব্যাপক দেরিতে চলছে বেশ কিছু দুরপাল্লার ট্রেন। দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস প্রায় এগারো ঘণ্টা দেরিতে চলছে। ষোল ঘণ্টা দেরিতে চলছে দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস আঠারো ঘণ্টা দেরিতে চলছে এবং যোধপুর এক্সপ্রেস দশ ঘণ্টা দেরিতে চলছে। প্রায় নয় ঘণ্টা দেরিতে চলছে অমৃতসর এক্সপ্রেস এবং মুম্বই মেল। মুম্বই মেল এলাহাবাদ হয়ে আসে। চম্বল এক্সপ্রেস আট ঘণ্টা দেরিতে চলছে। প্রভাব পড়েছে লোকাল ট্রেন চলাচলেও।
First Published: Wednesday, December 21, 2011, 10:27