Trak Das

ব্রিগেড সমাবেশের প্রচারে হামলা পুলিস কর্মী তারক দাসের

ফের পুলিস কর্মী তারক দাসের গুণ্ডামি। এবার দেওয়াল লেখার সময় সিপিআইএম কর্মীদের উপর হামলা অভিযোগ উঠল তৃণমূল নেতা তারক দাসের বিরুদ্ধে। শনিবার দুপুর দেড়টা নাগাদ পাটুলির রায়পুর এলাকায় ব্রিগেড সমাবেশের জন্য দেওয়াল লিখছিলেন সিপিআইএম কর্মীরা। অভিযোগ, সেই সময় চারটি বাইকে বারো জন দুষ্কৃতী হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন তারক দাস। দুই সিপিআইএম কর্মীকে মারধর করেন তারক।

ঘটনার প্রতিবাদে আজ পাটুলি থানায় বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মীরা। অভিযোগ দায়ের করেন তারক দাসের বিরুদ্ধে। এর আগেও নিজের একাধিক কুকীর্তির জন্য জেল খেটেছিলেন তারক। গাঙ্গুলীবাগানে সাংবাদিকদের মারধর, পাটুলিতে প্রমোটারকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে তারকের বিরুদ্ধে। পুলিসের চাকরি থেকে সাসপেন্ডও করা হয়েছে তাঁকে।

First Published: Sunday, January 19, 2014, 20:48


comments powered by Disqus