Last Updated: January 11, 2012 12:29

জারোয়াদের আদিম সংস্কৃতিকে পণ্য হিসেবে ব্যবহার করছে আন্দামান প্রশাসন। ইংল্যান্ডের একটি প্রথম সারির সংবাদপত্রের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, আন্দামানের `জারোয়া` উপজাতির মহিলারা খাবারের জন্য নৃত্য প্রদর্শন করে পর্যটকদের মনোরঞ্জন করছেন। ওই সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, আন্দামানের গভীর জঙ্গলে সফরে যাওয়া পর্যটকদের থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে অর্ধনগ্ন জারোয়া মহিলাদের নৃত্য প্রদর্শনে বাধ্য করে পুলিস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পর্যটক জানান, এক পুলিস অফিসার একজন ধনী পর্যটকের থেকে ২০০ পাউন্ড ঘুষ নিল। এরপর কয়েকজন `জারোয়া` মহিলাকে ডেকে ওই পুলিস অফিসার বলে, নেচে দেখালে তাদেরকে খাবার দেওয়া হবে। চিড়িয়াখানার জন্তুদের মতো ওই মহিলাদের বিস্কুট, কলা ছুঁড়ে দেয় পর্যটকরা। দিনের পর দিন অপকর্ম চলছে বলেও জানিয়েছে ওই সংবাদপত্র । আন্দামানের গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার।`জারোয়া` উপজাতির বসবাস বিশেষত দক্ষিণ আন্দামানের জঙ্গলে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, এই উপজাতীয় বর্তমান সদস্য সংখ্যা ৪০৩।
First Published: Wednesday, January 11, 2012, 15:50