Last Updated: Sunday, February 5, 2012, 14:08
জারোয়াদের আদিম সংস্কৃতিকে ফের পণ্য হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল আন্দামান পুলিসের বিরুদ্ধে। জারোয়া উপজাতির মহিলারা নৃত্যপ্রদর্শন করে পর্যটকদের মনোরঞ্জন করার আরও দুটি নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল ইংল্যান্ডের একটি সংবাদপত্র।