Last Updated: December 13, 2012 22:47

ত্রিফলা আলোকাণ্ডে নয়া মোড়। বরাত পাওয়া সব ঠিকাদারদের পাওনা বন্ধের নির্দেশ দিলেন মেয়র। আলোকাণ্ড নিয়ে আদালতে জনস্বার্থ মামলা চলাতেই এই নির্দেশ বলে জানিয়েছেন মেয়র।
বরাত পাওয়া ঠিকাদারদের পাওনা মোট ১৯ কোটি টাকা। তিরিশ কোটি টাকার মধ্যে ১১ কোটি টাকা মেটানো হয়েছে। প্রশ্ন উঠছে, কলকাতা পুরসভার মত বিধাননগর পুরসভার ক্ষেত্রেও একই কাজ করতে হলনা কেন?
First Published: Thursday, December 13, 2012, 22:47