Last Updated: Saturday, October 6, 2012, 11:10
ত্রিফলা আলো বিতর্কের জল আরও গড়াল। দুর্নীতির অভিযোগ ওঠায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আলো লাগানোর কাজ। এতদিন পুরসভার অন্দরে কংগ্রেস এবং বামেরা
দুর্নীতির অভিযোগ তুলে সরব ছিল। এবার সরব হয়েছেন বাতিস্তম্ভের বরাতপ্রাপ্ত ঠিকাদাররা।প্রায় এক বছর কেটে গেলেও বিল পাস না হওয়ায় যেসব আলো লাগানো
হয়েছে তার পাওনা কানাকড়িও পাননি ২৪০ জন ঠিকাদার।