Last Updated: January 6, 2013 08:41

কলকাতা পুরসভায় ত্রিফলা বাতি বসানোয় মানা হয়নি নিয়ম। স্পষ্ট করে এমনটাই জানাচ্ছে কলকাতা পুরসভার ইন্টারনাল অডিট রিপোর্ট।
ত্রিফলা কাণ্ডে বেনিয়মের বিষয়টি সামনে আসা মাত্রই সরিয়ে দেওয়া হয়েছিল তত্কালীন ডি জি গৌতম পট্টনায়েককে। ত্রিফলা কাণ্ডে বিতর্ক ধামাচাপা দিতে দুর্নীতি হয়নি বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী। কিন্তু এবারের রিপোর্টের জেরেও কী কোপ পড়তে চলেছে কোনও আধিকারিকের ওপরেই। বিভিন্ন মহলে উঠছে সেই প্রশ্ন।
First Published: Sunday, January 6, 2013, 08:41