Last Updated: January 19, 2014 18:19

রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এঁরা হলেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, দৈনিক কলম সংবাদপত্রের সম্পাদক আহমেদ হাসান এবং কেডি সিং। এঁদের মধ্যে মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় সাংসদ করার বিষয়টি মুখ্যমন্ত্রী গতকালই ফেসবুকে ঘোষণা করেন।
গতকাল মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন ``এই বছর আমাদের রাজ্য থেকে পাঁচজনকে রাজ্য সভার সদস্য হিসাবে নির্বাচিত করা হবে। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার মধ্যে একটি আসন দেওয়া হবে মিঠুন চক্রবর্তীকে। চক্রবর্তী একজন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী। বিবিধ সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সাফল্যের সঙ্গে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।``
First Published: Sunday, January 19, 2014, 18:20