Last Updated: March 31, 2013 09:42

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায়। অভিযোগ, শনিবার রাত ১০টা নাগাদ জগদ্দল থানার কাছেই তৃণমূলের দলীয় কার্যলয়ে ভাঙচুর চালায় একদল যুবক।
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর পাল্টা দাবি, পারিবারিক বিবাদের একটি বিচার সভা চলছিল তৃণমূলের ওই দলীয় কার্যলয়ে। সেই সময় একদল যুবক মদ্যপ অবস্থায় ভাঙচুর চালায়। গোটা ঘটনায় তৃণমূল অভিযোগ তুলেছে কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিস। সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
First Published: Sunday, March 31, 2013, 09:42