তীব্র ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতা

তীব্র ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতা

তীব্র ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতাতীব্র ভূমিকম্পের পর আবার সুনামি সতর্কতা জারি করা হল জাপানে। আজ জাপানের পুর্ব উপকূলে ৭.৩ তীব্রতায় কম্পন অনুভূত হয়। কামিয়াশির ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার নিচে ভূকম্পের উৎসস্থল ছিল বলে মনে করছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।

রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়েছে।

কম্পনের পরেই মিয়াগি অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছে।

২০১১-তে এই অঞ্চলেই ধ্বংসাত্মক ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানি হয়।

First Published: Friday, December 7, 2012, 15:05


comments powered by Disqus