লিলুয়ায় কচ্ছপ উদ্ধার

লিলুয়ায় কচ্ছপ উদ্ধার

লিলুয়ায় কচ্ছপ উদ্ধারহাওড়ার লিলুয়া থেকে উদ্ধার হল হাজারটিরও বেশি বিপন্ন প্রজাতির কচ্ছপ। সোমবার সকালে লিলুয়া স্টেশনের কাছে একটি টাটা ৪০৭ গাড়ি থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দা দফতর হানা দিয়ে কচ্ছপগুলিকে উদ্ধার করে। হাতেনাতে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও এক পাচারকারীকে। ধৃতেরা হল পলাশ মিত্র ও তরুণ রায়। ওড়িশার বালাসোর থেকে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে। সেখান থেকে এরপর বিভিন্ন জায়গায় সেগুলিকে পাচার করার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া কচ্ছপগুলি ইন্ডিয়ান সফ্ট শিল্ড টার্টেল প্রজাতির। বিদেশে এই প্রজাতির কচ্ছপের বিপুল চাহিদা। উদ্ধারের পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে প্রাণীগুলিকে।

First Published: Monday, January 9, 2012, 15:11


comments powered by Disqus