Last Updated: Monday, January 9, 2012, 15:11
হাওড়ার লিলুয়া থেকে উদ্ধার হল হাজারটিরও বেশি বিপন্ন প্রজাতির কচ্ছপ। সোমবার সকালে লিলুয়া স্টেশনের কাছে একটি টাটা ৪০৭ গাড়ি থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দা দফতর হানা দিয়ে কচ্ছপগুলিকে উদ্ধার করে। হাতেনাতে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও এক পাচারকারীকে।