Last Updated: May 28, 2014 17:11

ছন্দা গায়েন নিখোঁজ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মিথ্যা কথা বলছেন তাসি শেরপা। মন্তব্য করলেন ছন্দার সঙ্গী অপর পর্বতারোহী টুসি দাসে। তাঁর অভিযোগ, বয়ান বদল করছেন তাসি। তাসিকে চেপে ধরলেই সত্যিটা বেরিয়ে আসবে। কান্নাকাটি করলেই শেরপা অভিযানে নিয়ে যাবেন, এমনটা হয় না। বলে দাবি করেন টুসি দাস।
টুসি বলেন আবহাওয়া খারাপ হওয়ার কথা জানাননি তাসি শেরপা। তিনি বলেছেন ছন্দা কোনও কথাই শুনতে চাননি। কিন্তু কান্নাকাটি করলেই শেরপা খারাপ আবহাওয়া সত্ত্বেও অভিযানে নিয়ে যান না। দ্বিতীয়ত, সামিট ক্যাম্পে ফিরে এসে প্রথমে তাসি বলেছিলেন তুষারধসের কবলে পড়েছেন ছন্দা ও অন্য দুই শেরপা। কিন্তু পরে তাসি বয়ান বদল করে বলেন, পা পিছলে পড়ে যান ছন্দা। ওই একই দড়িতে অপর দুই শেরপাও থাকায় তাঁরাও পড়ে যান। তাসি শেরপার এই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন টুসি।
অন্যদিকে, ২৪ ঘণ্টাকে ফোনে তাসি শেরপা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য তুষারধসের কথা তিনি কখনও বলেননি। সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে।
First Published: Wednesday, May 28, 2014, 17:11