Tusi Das - Latest News on Tusi Das| Breaking News in Bengali on 24ghanta.com
দানা বাঁধছে ছন্দা গায়েন নিখোঁজ রহস্য, তাসি শেরপা মিথ্যা বলছেন, অভিযোগ টুসি দাসের

দানা বাঁধছে ছন্দা গায়েন নিখোঁজ রহস্য, তাসি শেরপা মিথ্যা বলছেন, অভিযোগ টুসি দাসের

Last Updated: Wednesday, May 28, 2014, 17:11

ছন্দা গায়েন নিখোঁজ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মিথ্যা কথা বলছেন তাসি শেরপা। মন্তব্য করলেন ছন্দার সঙ্গী অপর পর্বতারোহী টুসি দাসে। তাঁর অভিযোগ, বয়ান বদল করছেন তাসি। তাসিকে চেপে ধরলেই সত্যিটা বেরিয়ে আসবে। কান্নাকাটি করলেই শেরপা অভিযানে নিয়ে যাবেন, এমনটা হয় না। বলে দাবি করেন টুসি দাস।