Last Updated: October 15, 2012 22:26

এবছর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ অ্যালভিন ই রথ ও লয়েড এস শ্যাপলি। স্থিতিশীল বরাদ্দ ও বাজার বিন্যাস তত্ত্বের উপর কাজের জন্যই তাঁরা এই পুরস্কার পাচ্ছেন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স-এর অধিকর্তা স্তাফান নরমার্ক সোমবার এই অর্থনীতিবিদদ্বয়ের নাম ঘোষণা করেন। স্বাধীনভাবে কাজ করা সত্ত্বেও তাঁদের গবেষণামূলক অনুসন্ধান, পরীক্ষা, এবং বাস্তবে প্রণয়ন বাজার অর্থনীতির গবেষণা ক্ষেত্রকে ঋদ্ধ করেছে বলেও মন্তব্য করেছে সুইডিশ অ্যাকাডেমি।
শ্যাপলির তত্ত্বমূলক গবেষণা লব্ধ ফল যে বাস্তবক্ষেত্রেও বাজার অর্থনীতির কাজকে প্রভাবিত করতে পারে তা প্রথম রথের দৃষ্টি আকর্ষণ করে। রথ এবং তাঁর ছাত্ররা গবেষণায় প্রমাণ করেন যে বাজার অর্থনীতির সাফল্যের পিছনে স্থিতিশীলতার ভূমিকা অপরিসীম।
রথের জন্ম ১৯৫১-এ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ডক্টরেট হন। তিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অন্যদিকে শ্যাপলি ১৯৫৩ সালে পিএইচডি করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটস।
এই দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ নিজেদের মধ্যে আট মিলিয়ন সুইডিশ ক্রোনর (এক মিলিয়ন মার্কিন ডলার) ভাগ করে নেবেন।
ডিসেম্বরের ১০ তারিখ, অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে, স্টকহোমে, নোবেল পুরস্কারের অনুষ্ঠান হবে।
First Published: Monday, October 15, 2012, 22:26