Last Updated: Monday, October 15, 2012, 22:26
এবছর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ অ্যালভিন ই রথ ও লয়েড এস শ্যাপলি। স্থিতিশীল বরাদ্দ ও বাজার বিন্যাস তত্ত্বের উপর কাজের জন্যই তাঁরা এই পুরস্কার পাচ্ছেন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স-এর অধিকর্তা স্তাফান নরমার্ক সোমবার এই অর্থনীতিবিদদ্বয়ের নাম ঘোষণা করেন। স্বাধীনভাবে কাজ করা সত্ত্বেও তাঁদের গবেষণামূলক অনুসন্ধান, পরীক্ষা, এবং বাস্তবে প্রণয়ন বাজার অর্থনীতির গবেষণা ক্ষেত্রকে ঋদ্ধ করেছে বলেও মন্তব্য করেছে সুইডিশ অ্যাকাডেমি।