Last Updated: June 1, 2014 21:07
দিল্লির সদর বাজার এলাকায় হঠাৎই ভেঙে পড়েল একটি নির্মীয়মাণ বহুতল। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আটকে রয়েছেন বহু মানুষ। উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ এবং দমকল। আট জনকে এপর্যন্ত উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ১২টা ৩০ নাগাদ পুরনো দিল্লির সদর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুটি মৃতদেহই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, "এখনও উদ্ধার কার্য চলছে।" ফলে আরও বেশকিছু বাড়িটির তলায় চাপা পরে থাকতে পারে বলে অনুমান তাঁর।
First Published: Sunday, June 1, 2014, 21:07