Two Sikh groups attack each other with swords at Patna Sahib Gurdwara

দুই শিখ সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত পাটনার গুরুদুয়ারা

 দুই শিখ সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত পাটনার গুরুদুয়ারাপাটনার সাহেব গুরুদ্বোয়ারা হিংসায় উত্তপ্ত। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর ভাবে আহত তিন জন। গুরুদুয়ারার প্রবন্ধক কমিটি ও বাল লীলা কমটির মধ্যে মঙ্গলবার বচসা বাধে। জার জের গড়ায় সংঘর্ষে। নতুন গ্রন্থী নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

স্থানীয় পুলিস জানিয়েছে, শোড বের করে দু`দলের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় তিন জন জখম হওয়ার খবর পাওয়া গেলেও আরও বেশকয়েকজন জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

গোটা বিশ্ব যখন `প্রকাশ পরব`-এর উত্‍সব পালন করছে তখনই এই অপ্রীতিকর ঘটনা ঘটল পাটনায়।

First Published: Tuesday, January 7, 2014, 14:44


comments powered by Disqus