Last Updated: March 14, 2014 09:31

রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে বিজেপির জোট-উদ্যোগে বেজায় চটেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দলের মুখপত্র সামনায় লেখা সম্পাদকীয়তে বিজেপির বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন তিনি। শিবসেনা প্রধানের অভিযোগ, পুরনো সঙ্গীদের অন্ধকারে রেখে এখন নতুন বন্ধুর খোঁজে ব্যস্ত বিজেপি। পুরনো জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন শিবসেনা প্রধান। দলের মুখপত্র সামনায় লেখা সম্পাদকীয়তে উদ্ধব ঠাকরের অভিযোগ ``পুরনো জোট সঙ্গীদের অন্ধকারে রেখে এখন নতুন বন্ধুর খোঁজে ব্যস্ত বিজেপি।``
শিবসেনা প্রধানের এই আক্রমণের মূলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে বিজেপির জোট-জল্পনা। গত সপ্তাহে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে বৈঠক করেন বিজেপির প্রাক্তন সভাপতি নীতীন গড়করি। তারপরেই রাজ ঠাকরে জানিয়ে দেন,
এনডিএতে যোগ না দিলেও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে সমর্থন করবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। কিন্তু শিবসেনার বিরুদ্ধে প্রার্থী দেবে দল।
এরপর থেকেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছেন উদ্ধব ঠাকরে। শিবসেনা প্রধানের ক্ষোভে প্রলেপ দেওয়ার জন্য তাঁর সঙ্গে কথাও বলেছেন নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু তাতে যে বিন্দুমাত্রও বরফ গলেনি তা স্পষ্ট হয়ে গেল সামনায় উদ্ধব ঠাকরের লেখায়। বিজেপির বিরুদ্ধে সরাসরি বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে শিবসেনা প্রধানের মন্তব্য, ``বিরোধীদের বদলে নিজেকেই আঘাত করছে বিজেপি। মোদী, রাজনাথ সিং, রাজীবপ্রতাপ রুডির মত নেতারা বিজেপি-শিবসেনার সম্পর্কের ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করছেন। কিন্তু ভবিষ্যতে যে আবার সমস্যা হবে না তার নিশ্চয়তা কে দেবে? যে সব নেতারা দুদলের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক বিজেপি।``
এবিষয়ে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু এবং হরিয়াণায় কুলদীপ বিষ্ণোইয়ের সঙ্গে বিজেপির সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গও টেনে এনেছেন উদ্ধব ঠাকরে। গতকাল মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনেও সেদিকেই ইঙ্গিত করেন শিবসেনা প্রধান।
দলের অন্দরের সমস্যা নিয়ে এই মুহূর্তে যথেষ্টই বিব্রত বিজেপি। তৃতীয় দফার প্রার্থী তালিকাতেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী কোন কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তা জানাতে পারেনি তারা। এই অবস্থায় শিবসেনা প্রধানের সাম্প্রতিকতম আক্রমণ লোকসভা ভোটের আগে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Friday, March 14, 2014, 09:31