Last Updated: Friday, March 14, 2014, 09:31
রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে বিজেপির জোট-উদ্যোগে বেজায় চটেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দলের মুখপত্র সামনায় লেখা সম্পাদকীয়তে বিজেপির বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন তিনি। শিবসেনা প্রধানের অভিযোগ, পুরনো সঙ্গীদের অন্ধকারে রেখে এখন নতুন বন্ধুর খোঁজে ব্যস্ত বিজেপি। পুরনো জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন শিবসেনা প্রধান। দলের মুখপত্র সামনায় লেখা সম্পাদকীয়তে উদ্ধব ঠাকরের অভিযোগ ``পুরনো জোট সঙ্গীদের অন্ধকারে রেখে এখন নতুন বন্ধুর খোঁজে ব্যস্ত বিজেপি।``