Last Updated: February 16, 2014 16:05

ব্রিটেনে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বহু এলাকা জলমগ্ন। বিদ্যুত নেই। বইছে ঝোড়ো হাওয়া। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতে, বিপর্যয় মোকাবিলায় আগামী ২৪ ঘণ্টা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইংল্যান্ড জনজীবন। টেমসের জলে এখনও প্লাবিত ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তির্ণ এলাকা। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় একশ উনত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে ইংল্যান্ড এবং ওয়েলসে। আবহাওয়া বিদরা এখনই কোনও আশার কথা শোনাচ্ছেন না। দক্ষিণ ইংল্যান্ডের ষোলটি এলাকায় বন্যা সতর্কতা রয়েছে। দুর্যোগের বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে রবিবারের দিনটাই সবথেকে গুরুত্ব পূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ঝড় ও বন্যার জেরে ইংল্যান্ড ও টেমসের বিরাট এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজও।
First Published: Sunday, February 16, 2014, 16:05