ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উলুবেড়িয়ায় প্রহৃত যুবক

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উলুবেড়িয়ায় প্রহৃত যুবক

Tag:  uluberia murder
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ফের প্রহৃত হল এক যুবক। অভিযোগ, উলুবেড়িয়ার কালীনগরে স্কুল ফেরত দুই ছাত্রীকে বেশ কয়েকজন যুবক উত্যক্ত করছিল। ঘটনার প্রতিবাদ করে এক ছাত্রীর দাদা। প্রতিবাদ করায় ছাত্রীর দাদাকে বেধরক পেটায় ওই যুবকরা। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

First Published: Saturday, December 14, 2013, 23:31


comments powered by Disqus