Last Updated: March 30, 2014 22:18
উলুবেড়িয়ায় শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করল সিপিআইএম। ওড়ফুলি পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখলে , ফেস্টুন টাঙালেই দেওয়া হচ্ছে হুমকি। সিপিআইএমের অভিযোগ, প্রশাসনিক মদতেই তৃণমূল এধরণের ত্রাসের পরিবেশ তৈরি করছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সাবিরউদ্দিন মোল্লা। এই লোকসভা কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট তৃণমূল প্রার্থী সুলতান আহমেদ। এই লোকসভা কেন্দ্রের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় রমরমিয়ে চলছে শাসক দলের প্রচার। দেওয়াল লিখন, ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। সেই তুলনায় প্রচারে অনেক পিছিয়ে বামেরা। সিপিআইএমের অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের প্রচারে বাধা দিচ্ছে শাসকদল । লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাদের। মুছে দেওয়া হচ্ছে দেওয়াল লিখন। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে।
First Published: Sunday, March 30, 2014, 22:18