Last Updated: April 15, 2013 21:34

আইপিএলের মাঝেই বিয়ের কুঁড়ি ফুটল দিল্লি ডেয়ারডেভিলসের পেসার উমেশ যাদবের। মঙ্গলবার দলের প্র্যাকটিস থেকে ছুটি নিয়ে উমেশ গেলেন বাকদান পর্ব সারতে। এদিন নাগপুরে বাকদান পর্ব (এনগেজমেন্ট) হল উমেশের। আইপিএল শেষ হলে ২৯ মে বিয়ে করবেন ২৬ বছরের ভারতীয় দলের এই পেসার। উমেশ হবু স্ত্রীর নাম তানিয়া ওয়াধওয়া। দিল্লির মেয়ে তানিয়া পেশায় ফ্যাশান ডিজাইনার।
তানিয়ার রূপে মুগ্ধ হয়ে প্রেমের `বাউন্সার` ছুঁড়ে ছিলেন বিদর্ভের এই পেসার। উমেশর সেই প্রেম প্রস্তাবের বাউন্সারকে ফ্রন্টফুটে খেলে সায় দিয়েছিলেন তানিয়া। এরপর কেটে গেছে এক বছর। দুই বাড়ির সম্মতিতে অবশেষে দু হাত জোড়া লাগতে চলেছে। যার সেমিফাইনালটা আজ হয়ে গেল। ফাইনালটা তোলা থাকল ২৯ মে জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ঠাঁই পেয়েছেন উমেশ। এবার চূড়ান্ত দলে ঠাঁই পেলে তাঁকে হানিমুনটা সারতে হবে ইংল্যান্ডে। কারণ আইপিএলের পরে ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আইপিএলে উমেশের দল দিল্লি ডেয়ারডেভিলসের সময়টা ভাল যাচ্ছে না। পরপর চার ম্যাচে হারতে হয়েছে তাঁর দলকে। বাকদানের পর সময়টা বদলানোর অপেক্ষা। আরে বাবা কথায় আছে না, লেডি লাক...।
First Published: Monday, April 15, 2013, 21:34