Last Updated: Monday, April 15, 2013, 21:34
আইপিএলের মাঝেই বিয়ের কুঁড়ি ফুটল দিল্লি ডেয়ারডেভিলসের পেসার উমেশ যাদবের। মঙ্গলবার দলের প্র্যাকটিস থেকে ছুটি নিয়ে উমেশ গেলেন বাকদান পর্ব সারতে। এদিন নাগপুরে বাকদান (এনগেজমেন্ট) হল উমেশের। আইপিএল শেষ হলে ২৯ মে বিয়ে করবেন ২৬ বছরের ভারতীয় দলের এই পেসার। উমেশ হবু স্ত্রীর নাম তানিয়া ওয়াধওয়া। দিল্লির মেয়ে তানিয়া পেশায় ফ্যাশান ডিজাইনার।