Last Updated: March 11, 2014 16:50

সম্ভবত বিজেপির টিকিটেই পাটলিপুত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদব। আজ সকালে পাটনা বিমানবন্দরে রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রামকৃপাল। যদিও বৈঠক শেষে রামকৃপাল জানিয়ে দেন বুধবার সাংবাদিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।
পাটলিপুত্র লোকসভা আসনে আরজেডি প্রার্থী হতে না পারার পরই দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন আরজেডি নেতা তথা লালু প্রসাদ যাদবের ভাই রামকৃপাল যাদব। জানিয়ে দিয়েছিলেন পাটলিপুত্র থেকেই ভোটে দাঁড়াবেন তিনি। রাজনৈতিকমহলে জল্পনা তৈরি হয়েছিল সেই সময় থেকেই। নির্দল নাকি অন্য কোন রাজনৈতিক দলের হাত ধরবেন রামকৃপাল? মঙ্গলবার সেই জল্পনা অনেকটাই ফিকে হয়ে গেল। এদিন পাটনা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিজেপি সভাপতি রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভরেকরের সঙ্গে বৈঠক করেন রামকৃপাল। যদিও বৈঠক শেষে নিজের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
সবকিছু ঠিকঠাক চললে পাটলিপুত্র আসনে সম্মুখ সমরে কাকা-ভাইঝি। কিন্তু রাজনীতির ময়দানে ব্যক্তিগত সম্পর্ক প্রভাব পড়বে না বলেই মন্তব্য করেছেন মিসা ভারতী।
রামকৃপাল যাদব চলে যাওয়ায় আরজেডির কোনও ক্ষতি হবে না বলেই মন্তব্য করেছেন রাবড়ি দেবী।
রামকৃপালকে দলে পেতে মরীয়া জেডিইউও।
৪০টি লোকসভা আসন রয়েছে বিহারে। কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর অন্য সব কেন্দ্রকে ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে পাটলিপুত্র আসনটি। ভোট ময়দানে কাকা না ভাইঝি কে শেষ হাসি হাসবেন তা নিয়েই জল্পনা এখন তুঙ্গে।
First Published: Tuesday, March 11, 2014, 16:50