Ram Kripal Yadav - Latest News on Ram Kripal Yadav| Breaking News in Bengali on 24ghanta.com
পাটলিপুত্রে কি সম্মুখ সমরে কাকা-ভাইঝি? লালুর ভাই সম্ভবত বিজেপির টিকিটেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় নামছেন

পাটলিপুত্রে কি সম্মুখ সমরে কাকা-ভাইঝি? লালুর ভাই সম্ভবত বিজেপির টিকিটেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় নামছেন

Last Updated: Tuesday, March 11, 2014, 16:50

সম্ভবত বিজেপির টিকিটেই পাটলিপুত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদব। আজ সকালে পাটনা বিমানবন্দরে রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রামকৃপাল। যদিও বৈঠক শেষে রামকৃপাল জানিয়ে দেন বুধবার সাংবাদিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।