Last Updated: October 5, 2013 19:15

এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল নোনাডাঙায়। পুলিসি অত্যাচারের জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যুবকের নাম উত্তম মণ্ডল। আজ সকালে ঘরের মধ্যে থেকে উত্তম মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
গতকাল স্ত্রীকে মারধরের অভিযোগে উত্তম মণ্ডলকে আটক করে তিলজলা থানা পুলিস। রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিসি হেফাজতে উত্তম মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ এলাকার মানুষের। এমনকী ছেড়ে দেওয়ার জন্য উত্তম মণ্ডলের পরিবারের কাছে পুলিস টাকা চায় বলেও অভিযোগ। আজ সকালে উত্তম মন্ডলের দেহ আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। পুলিসকে ঢুকতেও বাধা দেওয়া হয়। অভিযুক্ত পুলিসকর্মীদের শাস্তির দাবি তোলেন বাসিন্দারা। পরে বিরাট পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।
First Published: Saturday, October 5, 2013, 19:15