Last Updated: Wednesday, December 19, 2012, 23:01
ফের অশান্ত নোনাডাঙা। ঝুপড়িবাসীদের উচ্ছেদের জন্য এবার হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঝুপড়ির বাসিন্দা এবং বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অভিযোগ, গত কয়েকদিনই রাতের দিকে এলাকা থেকে উঠে যাওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। এনিয়ে সোমবার রাতে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। কিন্তু থানা থেকে ফেরার পরই তাঁদের ওপর ফের হামলা হয়। আজ দুপুরে ফের থানায় যান ঝুপড়ির বাসিন্দা এবং কমিটির সদস্যরা।