Last Updated: March 27, 2014 09:36

দু`জন সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাস বিরোধী শাখা। এই দু`জন বেনারসে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সভায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল বলে অনুমান করা হচ্ছে।
সন্দের করা হচ্ছে অভিযুক্ত জঙ্গিরা পাকিস্তান থেকে এদেশে এসেছে।
সূত্রে খবর সন্ত্রাস বিরোধী শাখার আধিকারিকরা গোরখপুরে এই দুজনের কাছ থেকে অস্ত্র ও বোম তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন।
আজ এই দুই জঙ্গিকে আদালতে পেশ করা হবে।
দু`দিন আগে দিল্লি পুলিসের জালে ধরা পড়ে , ভারতে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর প্রধান তেহসিন আখতার। তেহসিন আখতারই পাটনায় নরেন্দ্র মোদীর সভায় বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী বলে জানিয়েছে পুলিস।
এছাড়াও ধৃতের বিরুদ্ধে দেশজুড়ে একাধিক বিস্ফোরণ ও জঙ্গি নাশকতার অভিযোগ রয়েছে। ইন্ডিয়াম মুজাহিদিন প্রধান ইয়াসিন বাটকল গ্রেফতার হওয়ার পর থেকে ভারতে আখতারই ওই জঙ্গি গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছিল।
কিছু দিন আগেই রাজস্থানের আঝমেঢ় থেকে ইন্ডিয়াম মুজাহিদিনের আর এক পাণ্ডা জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয় তার তিন সঙ্গীকেও। আজ যোধপুর থেকে তাদের আরেক সঙ্গীকে ধরা হয়েছে। ধৃতের নাম বরকত আলি।
First Published: Thursday, March 27, 2014, 09:36