Last Updated: August 24, 2013 10:32

বিশ্ব হিন্দু পরিষদের ৮৪-ক্রোশ যাত্রা ঘিরে ক্রমশ বিতর্ক বাড়ছে। উত্তরপ্রদেশ সরকার এই যাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করলেও পিছু হটতে নারাজ ভিএইচপি। রবিবার থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা এই পরিক্রমা যাত্রা। বিজেপি একে ধার্মিক অধিকার বলে সুর চড়ালেও পাল্টা আক্রমণের পথে নেমেছে কংগ্রেসও।
অযোধ্যায় রামমন্দির গড়ার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের ৩৪-ক্রোশ যাত্রার আঁচ এসে পড়েছে জাতীয় রাজনীতিতেও। প্রকাশ্যে সমর্থনে এগিয়ে এসেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। যদিও ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার এই যাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ভিএইচপি নেতা অশোক সিঙ্ঘলের বাড়ি। সূত্রের খবর, বাড়িতেই নজরবন্দি রাখা হয়েছে সঙ্ঘ প্রধানকে। অশোক সিঙ্ঘল ছাড়াও রামবিলাস বেদান্তি, প্রবীণ তোগারিয়া সহ বিশ্ব হিন্দু পরিষদের সত্তরজন নেতার বিরুদ্ধে ফৈজাবাদ জেলা প্রশাসন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এরই মধ্যে অযোধ্যায় ঢুকেই গ্রেফতার হয়েছেন ভিএইচপি-র বেশ কয়েকজন শীর্ষনেতা। অন্যদের প্রবেশেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অযোধ্যা এবং আশেপাশের জেলাগুলিতে নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। নামানো হয়েছে বিশাল পুলিসবাহিনী। এই ইস্যুতে সুবিধাবাদীর তকমা দিয়ে বিজেপিকে বিঁধেছে কংগ্রেস।
আগামী বছর লোকসভা নির্বাচনে যে কড়া হিন্দুত্বের পথেই হাঁটতে চলেছে দল, তা একরকম স্পষ্ট করে দিয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই ভিএইচপি-র কর্মসূচিকে সফল করার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন বিজেপি নেতা-কর্মীরা। ৮৪-ক্রোশ যাত্রার সূচনায় প্রশ্নচিহ্ন পড়ে গেলেও তাই এই ইস্যুতে দাঁড়ি টানতে নারাজ কংগ্রেসের প্রধান বিরোধী দল।
First Published: Saturday, August 24, 2013, 10:34