ভিএইচপি - Latest News on ভিএইচপি| Breaking News in Bengali on 24ghanta.com
'৮৪-ক্রোশ' যাত্রায় নিষেধাজ্ঞা ইউপি সরকারের, পিছু হঠতে নারাজ ভিএইচপি

'৮৪-ক্রোশ' যাত্রায় নিষেধাজ্ঞা ইউপি সরকারের, পিছু হঠতে নারাজ ভিএইচপি

Last Updated: Saturday, August 24, 2013, 10:32

বিশ্ব হিন্দু পরিষদের ৮৪-ক্রোশ যাত্রা ঘিরে ক্রমশ বিতর্ক বাড়ছে। উত্তরপ্রদেশ সরকার এই যাত্রাকে নিষিদ্ধ ঘোষণা করলেও পিছু হটতে নারাজ ভিএইচপি। রবিবার থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা এই পরিক্রমা যাত্রা। বিজেপি একে ধার্মিক অধিকার বলে সুর চড়ালেও পাল্টা আক্রমণের পথে নেমেছে কংগ্রেসও।