পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের রাজ্যপাল বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু কেন্দ্রীয় সরকারের

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের রাজ্যপাল বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু কেন্দ্রীয় সরকারের

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের রাজ্যপাল বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু কেন্দ্রীয় সরকারেরসরানো হতে পারে রাজ্যপাল এম কে নারায়ণনকে। পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যে রাজ্যপাল বদল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের রাজ্যপাল বি এল যোশী ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও রাজ্যপাল বদল হতে পারে কেরল, ত্রিপুরা, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাতে। এবছরের শেষেই মেয়াদ শেষ হওয়ার কথা আট রাজ্যপালের। শিগগিরি ওইসব রাজ্যে রাজ্যপাল বদল করতে চায় কেন্দ্র।

রাজ্যপাল হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লালজি ট্যান্ডন, কেশরিনাথ ত্রিপাঠি, ভিকে মালহোত্রা, কল্যাণ সিংয়ের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা না পাওয়া প্রবীণ বিজেপি নেতারা। এরইমধ্যে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। তাঁর মন্তব্য, বর্তমান রাজ্যপালদের মধ্যে অনেকেই সনিয়া গান্ধী ঘনিষ্ঠ।যোগ্যতার বদলে কংগ্রেস সভানেত্রী আনুগত্যের ভিত্তিতেই তাঁদের বাছা হয়েছিল। তাই অবিলম্বে তাঁদের পদত্যাগ করা উচিত।

First Published: Tuesday, June 17, 2014, 13:59


comments powered by Disqus