UP Governor BL Joshi - Latest News on UP Governor BL Joshi| Breaking News in Bengali on 24ghanta.com
পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের রাজ্যপাল বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু কেন্দ্রীয় সরকারের

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের রাজ্যপাল বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু কেন্দ্রীয় সরকারের

Last Updated: Tuesday, June 17, 2014, 13:59

সরানো হতে পারে রাজ্যপাল এম কে নারায়ণনকে। পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যে রাজ্যপাল বদল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের রাজ্যপাল বি এল যোশী ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও রাজ্যপাল বদল হতে পারে কেরল, ত্রিপুরা, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাতে। এবছরের শেষেই মেয়াদ শেষ হওয়ার কথা আট রাজ্যপালের। শিগগিরি ওইসব রাজ্যে রাজ্যপাল বদল করতে চায় কেন্দ্র।