ত্রাণ শিবিরে মরছে মানুষ, ঢেড় ইশকিয়া, বুলেট রাজাকে অনুদান অখিলেশ সরকারের

ত্রাণ শিবিরে মরছে মানুষ, ঢেড় ইশকিয়া, বুলেট রাজাকে অনুদান অখিলেশ সরকারের

ত্রাণ শিবিরে মরছে মানুষ, ঢেড় ইশকিয়া, বুলেট রাজাকে অনুদান অখিলেশ সরকারের রাজ্যের মানুষ যখন ত্রাণ শিবিরে ঠান্ডায় মরছে মানুষ তখন ঢেড় ইশকিয়া ও বুলেট রাজা ছবির জন্য ১ কোটি টাকা দিল উত্তরপ্রদেশ সরকার। গতকাল সইফই গ্রামে মহোত্সবের মঞ্চে এই ঘোষনা করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও রাজ্যের চলচ্চিত্র নীতি ঠিক করার জন্য গঠিত কমিটি ফিল্ম বন্ধু। উত্তর প্রদেশে ছবির শুটিং করতে প্রযোজকদের উত্সাহিত করার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফিল্ম বন্ধু।

যদি উত্তর প্রদেশে কোনও ছবির ৭৫ শতাংশ শুটিং হয় তাহলে সেইসব ছবিকে বাজেটের এক চতুর্থাংশ অনুদান দেওয়া হবে বলে ঘোষনা করেছে ফিল্ম বন্ধু। যেহেতু ঢেড় ইশকিয়া ও বুলেট রাজা ছবির শুটিং হয়েছে উত্তর প্রদেশে, তাই এই অনুদার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিল্ম বন্ধু। সিতাপুর জেলার মহমুদাবাদে শুটিং হয়েছে ঢেড় ইশকিয়ার। লক্ষ্মৌতে শুটিং হয়েছে বুলেট রাজার।

ভবিষ্যতে ভোজপুরি ও আওয়াধি ছবিকেও অনুদান দেওয়া হবে বলে ঘোষনা করেছে ফিল্ম বন্ধু।

First Published: Thursday, January 9, 2014, 20:25


comments powered by Disqus