Last Updated: Thursday, January 9, 2014, 20:25
রাজ্যের মানুষ যখন ত্রাণ শিবিরে ঠান্ডায় মরছে মানুষ তখন ঢেড় ইশকিয়া ও বুলেট রাজা ছবির জন্য ১ কোটি টাকা দিল উত্তরপ্রদেশ সরকার। গতকাল সইফই গ্রামে মহোত্সবের মঞ্চে এই ঘোষনা করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও রাজ্যের চলচ্চিত্র নীতি ঠিক করার জন্য গঠিত কমিটি ফিল্ম বন্ধু। উত্তর প্রদেশে ছবির শুটিং করতে প্রযোজকদের উত্সাহিত করার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফিল্ম বন্ধু।