উত্তরপ্রদেশ আতঙ্ক: থানার মধ্যেই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল

উত্তরপ্রদেশ আতঙ্ক: থানার মধ্যেই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল

উত্তরপ্রদেশ আতঙ্ক: থানার মধ্যেই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে লজ্জার ইতিবৃত্ত অব্যাহত। রক্ষকই দেখা দিল ভক্ষকের ভূমিকায়। বদুয়াঁর পর আরও একবার ধর্ষণের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধেই। হামিরপুর এক ভদ্রমহিলা চার পুলিশকর্মীর বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ আনলেন।

নিগৃহীতা মহিলা অভিযোগ করেছেন তাঁর স্বামীর মুক্তির বিষয়ে কথা বলতে তিনি রাত ১১টা ৩০ নাগাদ পুলিস স্টেশনে যান। ওই মহিলার দাবি সেই সময়ে থানায় এক সাব-ইন্সপেক্টর ছাড়া আর কেউই ছিল না। অভিযোগ ওই সাব-ইন্সপেক্টর ভদ্র মহিলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হলেও অপর তিন অভিযুক্ত কনস্টেবল এখনও ফেরার। নিগৃহীতা মহিলার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে।

First Published: Thursday, June 12, 2014, 09:30


comments powered by Disqus