Last Updated: February 13, 2013 09:46

বাজেট অধিবেশনের আগে আজই বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এবারের অধিবেশনের বিশেষ গুরুত্ব রয়েছে কেন্দ্রের কাছে। জমি অধিগ্রহণ সংশোধন বিল, খাদ্য নিরাপত্তা বিল, ধর্ষণ বিরোধী আইন কঠোর করা সহ আরও কয়েকটি বিল পেশ করতে চায় কেন্দ্র। সেই বিল পেশ এবং পাশ করানো সরকারের কাছে বেশ জরুরি।
সন্ত্রাসবাদ নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে দাঁড়িয়ে কঠোর বার্তা দিয়েছে কংগ্রেস। শীতকালীন অধিবেশনের আগে আজমল আমির কসাভের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল কেন্দ্র। এবার সংসদ হামলায় অভিযুক্ত আফজল গুরুর ফাঁসি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই সামগ্রিক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিরোধী আত্রুমণের কৌশল নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে আজকের বৈঠকে।
First Published: Wednesday, February 13, 2013, 09:46