জয় পেল উরুগুয়ে

জয় পেল উরুগুয়ে

জয় পেল উরুগুয়েবিশ্বকাপের যোগ্যতানির্ধারনী পর্বে বড় ব্যবধানে জয় পেল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। চিলিকে চার-শূন্য গোলে হারিয়ে দিলেন লুই সুয়ারেজরা। ম্যাচের ঠিক আগে চোটের জন্য ছিটকে যান চিলির স্ট্রাইকার অ্যালেক্সি স্যাঞ্চেজ। তাই মাঠে নামার আগেই বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ে চিলি। সেই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগায় উরুগুয়ে। উরুগুয়ের হয়ে চারটি গোলই করেন লুই সুয়ারেজ।দুই অর্ধে দুটি করে গোল করেন লিভারপুলের এই স্ট্রাইকার। এই জয়ের ফলে লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষে থাকলেন সুয়ারেজ,ফোরল্যানরা।

First Published: Saturday, November 12, 2011, 14:59


comments powered by Disqus