Last Updated: Saturday, March 23, 2013, 19:31
বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বে অপ্রত্যাশিতভাবে আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফিফা ক্রমতালিকায় ৮৭ নম্বর স্থানে থাকা ফিনল্যান্ড রুখে দিল বিশ্ব ফুটবলের ফার্স্ট বয়ের দেশেরা। সার্গিও রামোসের গোলে এগিয়ে থেকেও জিততে পারল না ভিনসেন্ট দেল বস্কে-র দল। খেলা শেষ হওযার বারো মিনিট আগে ফিনল্যান্ডকে সমতায় ফেরান টিমু পুক্কি। ইকের ক্যাসিয়াস,কার্লোস পুয়োল,জ্যাভিকে ছাড়াই ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্পেন।