Last Updated: November 6, 2012 12:32

প্রেসিডেন্ট মিট রোমনি। ভাইস প্রেসিডেন্ট জোসেফ বিডেন। প্রথমজন রিপাবলিকান। অন্যজন ডেমোক্র্যাট। কেমন হবে সেই যুগলবন্দি? ভাবতে অবাক লাগছে তো? ভাবছেন এমনটা আবার হয় নাকি? মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, সম্ভব। ইলেক্টরাল কলেজ ভোটের ফল টাই হলে, ঘটতে পারে এমনই আশ্চর্য ঘটনা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টরাল ভোটের সংখ্যা ৫৩৮। কোনও প্রার্থী যদি ২৭০টি ভোট পান, তাহলে তিনিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। কিন্তু যদি দুজনেই ২৬৯টি করে ভোট পান, তাহলে?
বিশ্লেষকরা বলছেন, এমনটা হলে গভীর রাজনৈতিক ও আইনি জটিলতায় পড়বে আমেরিকা। নির্বাচনী ফল টাই হলে, মার্কিন সংবিধান অনুযায়ী হাউস অফ রিপ্রেজেন্টেটিভস পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে পারবে। গেরোটা এখানেই। কারণ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। সেখানে বেশি সমর্থন পেয়ে প্রেসিডেন্টের দৌড়ে উতরে যেতে পারেন রোমনি। তাহলে তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, মার্কিন সেনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেখানে সমর্থন জুটিয়ে নিতে পারলে জোসেফ বিডেন ভাইস প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। দলীয় নীতি আর আদর্শগত দিক থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী দুই প্রতিনিধি মার্কিন প্রশাসনের শীর্ষে এলে গণ্ডগোল যে বাধবেই, রাজনৈতিক বিশ্লেষকরা মোটামুটি সে বিষয়ে নিশ্চিত। তবে এটা তখনই সম্ভব, যদি রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরে কোনও ফাটল না ধরে। সেক্ষেত্রে মার্কিন কংগ্রেসের সব সদস্যকে নিজ নিজ দলের প্রার্থীকে একজোট হয়ে ভোট দিতে হবে।
First Published: Tuesday, November 6, 2012, 12:32