Last Updated: Tuesday, November 6, 2012, 12:32
প্রেসিডেন্ট মিট রোমনি। ভাইস প্রেসিডেন্ট জোসেফ বিডেন। প্রথমজন রিপাবলিকান। অন্যজন ডেমোক্র্যাট। কেমন হবে সেই যুগলবন্দি? ভাবতে অবাক লাগছে তো? ভাবছেন এমনটা আবার হয় নাকি? মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, সম্ভব। ইলেক্টরাল কলেজ ভোটের ফল টাই হলে, ঘটতে পারে এমনই আশ্চর্য ঘটনা।