Last Updated: January 8, 2014 23:18

মঙ্গলের তাপমাত্রাকে হার মানাল আমেরিকা। সূর্য থেকে প্রায় সাত কোটি আশি লক্ষ মাইল দূরে থাকা মঙ্গলের তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি থেকে মাইনাস ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। সেখানে মন্টানা রয়েছে মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াসে।
ইলিনয়েজ, ইন্ডিয়ানা, লোওয়া, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটার তাপমাত্রা ঘোরাফেরা করছে মাইনাস ৪০ থেকে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কনকনে ঠাণ্ডায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। বস্টন থেকে বার্মিংহাম চারিদিকে শুধু বরফ আর বরফ। হাড়কাঁপানো ঠাণ্ডা বললেও কম বলা হয়। ঘরবন্দি গোটা আমেরিকা। প্রবল ঠাণ্ডার জেরে গত দু-তিনদিন স্তব্ধ হয়ে গেছে জনজীবন। স্কুল, কলেজ, অফিস সব বন্ধ।
নিউইয়র্কের তাপমাত্রা টেক্কা দিয়েছে মঙ্গলকে। মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌছে গিয়েছিল মিনোসোটার এমবারেস। নিউইয়র্ক হিমাঙ্কের ১২ ডিগ্রি নিচে। মন্টানা, উত্তর ও দক্ষিণ ডাকোটা, মিনেসোটা, আইওয়া, উইসকনসিন, মিশিগানের তাপমাত্রা নেমেছে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে। আলবামার তাপমাত্রা মাইনাস ১৪, টেন্নেসে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে এক গ্লাস গরম জল উপরে ছুঁড়লে মাটিতে পড়ার আগেই তা বরফ হয়ে যাচ্ছে। পরের পর বাতিল হচ্ছে উড়ান। তুষারপাতের শুরুর দিন থেকে এখনও পর্যন্ত মোট ১৮ হাজার উড়ান বাতিল হয়েছে। দেরিতে চলছে সাড়ে ৩ হাজারের বেশি উড়ান। মিশিগানের হেল শহরে লাইফ পুরো হেল। জমে বরফ চারিদিক। পরিস্থিতি শিগগির বদলাবে এমন আশার কথা এখনও শোনায়নি মার্কিন আবহাওয়া দফতর। কারণ, উত্তর মেরু থেকে ধেয়ে আসা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। প্রবল হাড় কাপানো ঠাণ্ডা হাওয়া আর বিপজ্জনক তুষারপাত এই ঘূর্ণিঝড়ের মূল বৈশিষ্ট্য। কেনচুকির জেল থেকে পালিয়ে গিয়েছিলেন এক বন্দি। বাইরের অবস্থা মালুম পেয়ে ফের ফিরে গিয়েছেন জেলে। কনকনে ঠাণ্ডার চেয়ে জেলের গরাদ ভাল সেটা বুঝেই হাজতে ফিরতে চেয়েছেন ওই বন্দি।
First Published: Wednesday, January 8, 2014, 23:18