Last Updated: September 24, 2013 14:46

বউয়ের ভয়ে স্বামীরা সব সময়ই কাঁটা থাকে। বিশ্বের সব সমীক্ষাই প্রমাণ করে সে কথা। নিয়মের ব্যতিক্রম হলেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। মার্কিন প্রেসিডেন্ট নিজে মুখেই বললেন তিনি তাঁর স্ত্রীকে খুব ভয় পান।
ক দিন আগেই রাষ্ট্রসংঘের বৈঠকের ফাঁকে ওবামা এক শীর্ষ কর্তার সঙ্গে গল্প করছিলেন। মিয়ানা কিআই নামের রাষ্ট্রসংঘের সেই শীর্ষ কর্তা বৈঠক শেষে সিগারেট খাচ্ছিলেন। ওবামা তখন তাঁকে বলেন,আশা করব তোমার সঙ্গে যখন পরের বার দেখা হবে, তখন তুমি আর সিগারেট খাবে না।
কিয়া তখন বলেন, আমি কিছুতেই এই ধুমপানের অভ্যাস ছাড়তে পারছি না। কিন্তু আপনি কী করে পারলেন। তখনই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের পয়লা নম্বর ব্যক্তি বলে ওঠেন, আমার স্ত্রী মিচেলের বকার ভয়ে, আমি শেষ ছ বছরে একবারও ধুমপান করিনি।
শোনা যায়, নিজের স্ত্রী মিচেলের কাছে বারাক ওবামা শপথ করেছেন তিনি আর কোনওদিন ধুমপান করবেন না।
First Published: Tuesday, September 24, 2013, 14:52