Last Updated: Wednesday, November 7, 2012, 10:16
'সাদা বাড়ি'র ফের একবার দখল নিলেন বারাক ওবামা। মার্কিন মাটিতে ফের একবার প্রেসিডেন্ট হলেন ওবামা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে পিছনে ফেলে দিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ওভাল অফিসের কুর্শীতে আসীন হলেন তিনি। ওবামা পেলেন ৩০৩ টি ইলেক্টোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬টি ইলেক্টোরাল ভোট। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর টুইটারে প্রথম প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ওবামা দেশবাসীকে বলেন, `আপনাদের জন্যই এই জয়। ধন্যবাদ।`