Last Updated: July 27, 2013 21:10

স্লো স্টার্ট করেও ডায়মন্ড লিগে সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট। অ্যাথলেটিক ট্র্যাকে স্বমহিমায় বোল্ট। এক বছর আগে লন্ডনে এসে অলিম্পিক সোনা জিতেছিলেন জামাইকান এই স্প্রিন্টার।বছর ঘুরতে না ঘুরতেই সেই লন্ডনেই ডায়মন্ড লিগের একশো মিটারে সোনা জিতলেন বোল্ট।
বিশ্ব অ্যাথলেটিক্স ট্র্যাকে তিনিই যে শেষ কথা ডায়মন্ড লিগে সেটা আবার প্রমাণ করলেন উসেইন বোল্ট।
এই বছরেই রোমে আমেরিকার জাস্টিন গ্যাটলিনের কাছে হারতে হয়েছিল জামাইকার এই দৌড়বিদকে। তবে লন্ডনে সবার ধরাছোঁয়ার বাইরে ছিলেন ছটা অলিম্পিক সোনার মালিক। মাত্র ৯.৮৫ সেকেন্ডে ১০০ মিটারের বাধা পেরোন বোল্ট। মরসুমে এটাই বোল্টের সেরা সময়।বোল্টের পরে দ্বিতীয় স্থানে থেকে ১০০ মিটার শেষ করেন মাইকেল রজার্স।তিনি সময় নেন৯.৯৮ সেকেন্ড।
আগামী মাসে মস্কোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে বোল্টের চেনা গতি একদিকে যেমন স্বস্তি ফেরালো তাঁর ফ্যানেদের,তেমনই চিন্তায় ফেলে দিল জামাইকান দৌড়বিদের প্রতিন্দন্দ্বীদের।
অন্যদিকে, সমস্যা বাড়ল আমেরিকান দৌড়বিদ টাইসন গে।এ স্যাম্পেলের পর তাঁর মূত্রের বি স্যাম্পেলও নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেল। ডোপ টেস্টে ধরা পরার পরই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য আমেরিকান দল থেকে নিজেকে সরিয়ে নেন ২০০৭-এ ডাবল স্প্রিন্টার চ্যাম্পিয়ন।মনে করা হয়েছিল এবছর মস্কোয় দ্রুততম পুরুষ বোল্টকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন টাইসন গে।কিন্তু ডোপ টেস্টে ধরা পড়ায় তাঁর কেরিয়ারের উপরই বড় সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল।
First Published: Saturday, July 27, 2013, 21:10