Diamond League - Latest News on Diamond League| Breaking News in Bengali on 24ghanta.com
স্লো স্টার্ট করেও ডায়মন্ড লিগে সোনা বোল্টের

স্লো স্টার্ট করেও ডায়মন্ড লিগে সোনা বোল্টের

Last Updated: Saturday, July 27, 2013, 21:10

স্লো স্টার্ট করেও ডায়মন্ড লিগে সোনা জিতলেন বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্ট। অ্যাথলেটিক ট্র্যাকে স্বমহিমায় বোল্ট। এক বছর আগে লন্ডনে এসে অলিম্পিক সোনা জিতেছিলেন জামাইকান এই স্প্রিন্টার।বছর ঘুরতে না ঘুরতেই সেই লন্ডনেই ডায়মন্ড লিগের একশো মিটারে সোনা জিতলেন বোল্ট।