Ustad Amjad Ali Khan gets back his sarod missing on BA flight

অবশেষে ৪৫ বছরের প্রেম ফিরে পেলেন উস্তাদ আমজাদ আলি খান

অবশেষে ৪৫ বছরের প্রেম ফিরে পেলেন উস্তাদ আমজাদ আলি খান অবশেষে প্রিয় সরোদটি ফিরে পেলন। ওস্তাদ আমজাদ আলি খানের সর্বক্ষণের সঙ্গী তাঁর সরোদটি হারিয়ে ফেলেছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে। লন্ডন থেকে নিউ দিল্লি আসার সময়। সরোদটি ফিরে পাওয়ার পর টুইট করে জানান, "এটি একটি মহাকাব্যিক পুনর্মিলন।" তাঁর ভক্তদের ধন্যবাদ জানান। সরোদ পাওয়ার উল্লাসে মিডিয়াকেও আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি।







৬৮ বছরের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত ওস্তাদ আমজাদ আলি খান ২১জুন রবীন্দ্রনাথের স্মরণে ডার্টিংটনে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। স্ত্রী শুভলক্ষ্মীকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন প্রখ্যাত সরোদশিল্পী। সেখান থেকে ২৮ জুন ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ-১৪৩) ফার্স্ট ক্লাস ফ্লাইটে দিল্লি ফেরেন। তারপর থেকে তাঁর প্রিয় সরোদটি খুঁজে পাননি। তখন বিমান সংস্থার কর্মীরা খোঁজাখুঁজি করেন। পরবর্তী বিমানে সরোদটি ফিরে আসছে, এমনই ভেবেছিলেন। কিন্তু ৪৮ ঘণ্টা কাটার পরও কোনও খবর পাননি। তবে পরে বিমানসংস্থার কর্মীদের তত্পরতাতেই তিনি ফিরে পান তাঁর সরোদটি।

First Published: Tuesday, July 1, 2014, 15:39


comments powered by Disqus